Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভাষা ও সংস্ক্রৃতি

২নং জামনগর ইউনিয়ন-এর ভাষা ও সংস্কৃতি নানা রংগে বৈচিত্রময়। এখানে মুলধারার জন বসতির সাথে আদিবাসী ও খ্রিষ্টান সম্প্রদায় বসবাস করায় ভাষা ও সংস্কৃতিতে ভিন্নতা পরিলক্ষিত হয়।প্রধানত মসলমান, হিন্দু, সাওতাল,সম্প্রদায়ের লোক এখানে বাস করে। তাদের ভাষা ও সংস্কৃতি ভিন্ন ভিন্ন হলেও পারস্পারিক স্নেহ ও প্রীতির বন্ধনে নিবিড়ভাবে আবদ্ধ। বাংলা এখানকার একামাত্র ভাষা তবে আদি বাসী লোকজন বাংলার পাশাপাশি তাদের নিজস্ব সাওতালী ভাষায় কথা বলে। মুসলমান সম্প্রদায ধর্মীয় উৎসব ঈদুল ফেতর,ঈদুল আযহা, ঈদুল মিলাউন নবী, সবে বরাত, সবে কদর সহ অন্যান্য উৎসব পালন করে থাকেন।পাশাপাশি হিন্দু সম্প্রদায় দুর্গা পূজা, কালিপূজা, লক্ষীপূজা, স্বরস্বতী পূজা উৎসব পালন করেন।

আদিবাসী সম্প্রদায় তাদের সনাতন ধ্যান ধারনায় নানা দেব দেবীর পুজা অর্চনা করেন। প্রবাদ বাক্য প্রচলিত আছে ৩৬ জাতির বসবাস জামনগর সৌহার্দ সম্প্রীতির এক অপূর্ব মিলন মেলা।